খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি সাব্বির, সম্পাদক রানা

নিজস্ব প্রতিবেদক, যশোর

উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির নির্বাচন। আশির দশকে সংগঠনটির যাত্রা শুরু হলেও এবারই প্রথম ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হলেন। সকাল থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে বাহারী টি শার্ট পরে উৎসবে মেতে ওঠে। প্রথম নির্বাচনে অংশ নিয়ে ভোটার, প্রার্থী ও অন্যান্য আগতদের মধ্যে ছিল অন্য রকম ভালোলাগা। ভোট কেন্দ্র সাজানো হয় বাহারী প্যানা ও ব্যানার দিয়ে।

নির্বাচনে সভাপতি পদে ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাব্বির মালিক বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বি মোপাসা পেয়েছেন ৪৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহিনশা রানা। এ পদে সেলিম হোসেন পেয়েছেন ২৪ ও তিতাস আহমেদ ১০ ভোট পান। নির্বাচনে ৯৬ জনের মধ্যে ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শুক্রবার প্রেসক্লাব যশোরে সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভোটাররা ভোট প্রদান করেন।

নির্বাচনে সহসভাপতি পদে নূর ইসলাম ৪৯ ও সুলতান আহমেদ ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে ৬৫ ভোট পেয়ে আবু ইসাহক বাবু ও ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কামাল আহমেদ। সাংগঠনিক সম্পাদক পদে ৪০ ভোট পেয়ে ফিরোজ আক্তার, প্রচার সম্পাদক পদে ৪৯ ভোট পেয়ে বিপ্লব মাহমুদ, দপ্তর সম্পাদক পদে ৬০ ভোট পেয়ে ওয়ারেশ আলী আনসারী খাজা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৬২ ভোট পেয়ে রহিমা খাতুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৫৫ ভোট পেয়ে কাশেম আলী এবং কোষাধ্যক্ষ পদে ৫৯ ভোট পেয়ে শরিফুল ইসলাম শরীফ বিজয়ী হয়েছেন। ১৫টি পদের মধ্যে নির্বাহী সদস্য পদে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসরাফিল হোসেন, জাহিদুল ইসলাম ভূইয়া ও মিজান চৌধুরী নির্বাচিত হন।

এদিকে পরাজিতদের মধ্যে সহসভাপতি পদে ফিরোজ উদ্দিন তোতা ২৯, ইসমাইল হোসেন ৩৩ ও শফিয়ার রহমান ১৭, সাধারণ সম্পাদক পদে সেলিম হোসেন ২৪ ও তিতাস আহমেদ ১০, সহসাধারণ সম্পাদক পদে কামাল আহমেদ ৪১, কামাল উদ্দিন রানা ২৬, সেলিম আহমেদ ১৮ ও শাহারাজ আলী ২০, সাংগঠনিক সম্পাদক পদে শেখ শরিফুল ইসলাম ২৪ ও মোয়াজ্জেম হোসেন মিন্টু ২৯, প্রচার সম্পাদক পদে রিয়াজ মাহমুদ লালন ৪৪, দপ্তর সম্পাদক পদে সাইফুল ইসলাম ৩৪, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে রবিউল ইসলাম রবি ৩২, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে আবু বক্কার সিদ্দিক ৩৯ ও কোষাধ্যক্ষ পদে মাহমুদুল ইসলাম নাসিম ৩৫ ভোট পেয়েছেন। রাতে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!