খুলনা, বাংলাদেশ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুবি থেকে গুম হওয়া দুই শিক্ষার্থী অনিক এবং মুজাহিদ জামিনে মুক্তি
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২
  টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

যশোর-খুলনা মহাসড়কে রুপসা পরিবহন উল্টে হেলপার নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-খুলনা মহাসড়কের জামতলায় আফিল ব্রিকসের সামনে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে হেলপার নিহত ও ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় একঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রুপসা পরিবহনের বাসটি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে যশোর-খুলনা মহাসড়কের জামতলায় মহাসড়কের উপর মাটি ও কাদার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল বলে যাত্রীরা অভিযোগ করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত রুপসা পরিবহনের হেলপার অজ্ঞাত পরিচয়ের যুবককে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পাঁচ জন আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এ সময় যশোর-খুলনা মহাসড়কের প্রায় একঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে এস্কেভেটর দিয়ে দুর্ঘটনা কবলিত রূপসা গাড়িটি সড়ক থেকে সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, আপিল ব্রিক্স এর মাটি প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ এ মহাসড়কে পড়ার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে। বিশেষ করে একটু বৃষ্টি হলেই বাস ট্রাক মোটরসাইকেল পিছলিয়ে দুর্ঘটনার শিকার হয়। ভাটার ট্রাক্টর ও টলি থেকে মাটিগুলি রাস্তার উপর পড়ে এবং বৃষ্টি হলেই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষকে বার বার স্থানীয়রা অভিযোগ করলেও তারা কর্ণপাত করছেন না।

খুলনা গেজেট/ বিএম শহিদুল




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!