যশোর কালেক্টরেট ক্যান্টিনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতে সোয়া ৯টার দিকে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পুরাতন কসবা কাজীপাড়া এলাকার মাদক সেবনকারী শানু এ কান্ড ঘটিয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় কালেক্টরেট ক্যান্টিনে মাদকসেবন করে এসে গ্লাস বয় রফিকুলের কাছে ফ্রি মাংস দাবি করে মাদকাসক্ত শানু। মাতলামি অবস্থা দেখে ক্যান্টিনের কর্মচারী ভয়ে মাংস দিতে দেরি করে। এসময় মাংস দিতে দেরি হওয়ায় গালিগালাজ শুরু করে শানু। এক পর্যায়ে হোটেলের গ্লাস, থালা ভাংচুর শুরু করে। যা পাশে দাড়িয়ে দেখেন জেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর হেলাল, ফারুক আহমেদ কচি, যুবলীগ নেতা মঈনুদ্দিন মিঠু। এক পর্যায়ে তারা প্রতিবাদ করলে শানু সেখান থেকে গালিগালাজ করে চলে যায়। মাদক সেবনকারী শানু সরকারি এম এম কলেজ পুরাতন হলের সামনে ফল বিক্রি করে।
ক্যান্টিনের মালিক জামাল হোসেন বলেন, আমি এখানে সৎভাবে ব্যবসা করি। আমার হোটেলের কর্মচারীদের কাছে জোরপূর্বক মাংস দাবি করে শানু। তাদের দাবি পূরণ না করায় এ হামলা ও ভাংচুর করেছে মাদক সেবনকারী শানু। তিনি বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানিয়েছেন।
খুলনা গেজেট/এনএম