যশোর শহরের লালদীঘির পাড়ের মোবাইল বিক্রয় প্রতিষ্ঠান ‘মোবাইল হাটে’ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা ৪৫ লাখ টাকার মোবাইল ফোন এবং নগদ আড়াই লাখ টাকা নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ওই এলাকার নাইটগার্ড রমজান এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে পুলিশ জানিয়েছে।
প্রতিষ্ঠানের মালিক কামাল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তিনিসহ কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়িতে যান। শুক্রবার দুপুরে বাড়িতে থেকে মোবাইলের মাধ্যমে সিসি ক্যামেরার ফুটেজ দেখেছিলেন। সে সময় পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল।
শনিবার সকালে দোকান খুলে দেখেন ভেতরে মোবাইল ও মালামাল নেই, ক্যাশবাক্স ভাঙ্গা। সিসি ক্যামেরার ডিভিআরও নিয়ে গেছে চোরচক্র। তিনি বলেন, দোকানের পেছনের দরজা ভেঙে চোরেরা ভেতরে ঢুকেছিলো। এরপর তারা ৪৫ লাখ টাকামূল্যের বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ও ক্যাশবাক্স ভেঙে নগদ আড়াই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। তিনি দোকানে আসার পর নাইটগার্ডকে বার বার ফোন দিয়ে আসতে বলা হয়। কিন্তু সে আসার কথা বলে ফোন বন্ধ করে রেখেছে। ফলে তাকে এ ঘটনায় জড়িক বলে সন্দেহ করা হচ্ছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত ) শফিকুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। নাইটগার্ডকেও চুরি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।
খুলনা গেজেট/ টিএ