যশোরের মণিরামপুরে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চালের মিলের গেটে ধাক্কা লেগে চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুরের পেয়ারাতলা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় ট্রাকের ভেতরে থাকা আরও ২ জন আহত হয়েছেন। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক কেটে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
সড়ক দুর্ঘটনায় নিহত ট্রাক চালক হলেন, মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে বিজয় হোসেন। আহতরা হলেন, হৃদয় শেখ ও জাহিদুল ইসলাম। ঘটনার সময় চালক ঘুমিয়ে থাকায় গাড়ি চালাচ্ছিলেন হেলপার বিজয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন ভোর ৫টার দিকে যশোরের দিক থেকে প্লাস্টিকের পাইপবোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে এসে ব্যাপারী রাইস মিলের গেটে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এ সময় গেটের পিলার ভেঙে ট্রাকের ওপর পড়ে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক বিজয় হোসেন মারা যান। ট্রাকের ভেতরে থাকা দু’জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ট্রাক কেটে মরদেহ উদ্ধার করে।
মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, চালকের আসনে থাকা হেলপার মারা গেছেন। আমরা পৌঁছানোর আগেই দু’জনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। তাদের মধ্যে মূল চালক হৃদয় শেখকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। প্রয়োজনীয় আইন সম্পন্ন শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এসজেড