যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়া কালভার্টের নিচে ধানখেতে পরিত্যক্ত অবস্থায় ৬টি ট্রলি ব্যাগ স্থানীয়দের মাঝে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। শুরু হয় তুমুল হৈচৈ। পরে জাতীয় পরিসেবা ৯৯৯ এ কল দিলে তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই ট্রলি ব্যাগ (লাগেজ) উদ্ধার করে। পরে দেখা যায় ওই সব ব্যাগে মেয়েদের পোষাক রয়েছে। বিষয়টি নিয়ে জনমনে নানা কৌতুহল দেখা দিয়েছে।
থানা সূত্র জানিয়েছে, প্রতিদিনের মত মোবাইল ডিউটি করছিলেন তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই একরামুল হুঁদাসহ একদল ফোর্স। শনিবার সকাল ৭ টা ৩৫ মিনিটে বাংলাদেশ পুলিশের জাতীয় পরিসেবা ৯৯৯ থেকে একটি কল আসে থানায়। বলা হয় পাঁচবাড়িয়ার সিনজেনটা অফিসের পাশে কালভার্টের নিচে কয়েকটি ট্রলি ব্যাগ পড়ে আছে। আর ওই ব্যাগগুলো স্থানীয় জনগণের মনে ভীতির সৃষ্টি করছে। এ ম্যাসেজের প্রেক্ষিতে এসআই একরামুল হুঁদা দ্রুত ঘটনাস্থলে যান। সকাল ৭ টা ৫০ মিনিটে পৌঁছে দেখতে পান ধানী জমির ঠিক পাশে এবং ভেতরে বিভিন্ন রংয়ের ছোট বড় ছয়টি ট্রলি ব্যাগ (লাগেজ) পড়ে আছে।
স্থানীয় জনগণের উপস্থিতিতে ব্যাগগুলো খুলে দেখা যায় তার মধ্যে মানুষের ব্যবহৃত কাপড় (যার বেশির ভাগই মেয়েদের) রয়েছে। পরবর্তীতে জিডি মুলে সকাল ৮টা ৪৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে পরিত্যক্ত ট্রলিগুলো উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
খুলনা গেজেট/ টি আই