যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলবাড়ি গ্রামের কৃষক মুস্তাকিন হোসেন সুমন হত্যা মামলায় আটক স্ত্রী মিনা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মিনা বেগম উপজেলার ঘোড়াদহ গ্রামের নিহার আলীর শেখের মেয়ে ও নিহতের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে কাঠ দিয়ে মাথায় আঘাত করায় মুস্তাকিনের মৃত হয়েছে বলে জবানবন্দিতে তিনি জানিয়েছেন। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান আসামির এ জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে মিনা বেগম জানিয়েছেন, তার পিতার বাড়ি থেকে কেউ তাদের বাড়ি বেড়াতে আসলে সুমন চরম অশান্তি সৃষ্টি করত। খাবারের খুটা দিতেন। গত ১৪ মার্চ তার মা সালেহা বেগম তার বাড়ি বেড়াতে আসেন। বাজার করা নিয়ে সুমন তার সাথে গোলযোগ করে। বিকেলে একটি মুরগি কিনে আনে সুমন। রান্নার সময় সুমন তার বাবার বাড়ির লোকজনকে খাওয়ার খোটা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় জ্বালানী কাঠের চলা দিয়ে তার মাথায় আঘাত করি। এতে সুমন আহত হলে তাকে যশোর-খুলনা ও পরে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মার্চ মারা যায় বলে তিনি জানিয়েছেন।
এ ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে পুত্রবধূ ও তার মাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে প্রতিবেশীরা মিনা বেগমকে ধরে পুলিশে সোপর্দ করে। এ মামলায় আটক মিনা বেগমকে আদালতে সোপর্দ করা হলে তিনি হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
খুলনা গেজেট/এনএম