যশোরের তিনটি সরকারি হাইস্কুলের ছয় শিক্ষককে একযোগে বদলি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) মাউশি থেকে পাঠানো পত্রে বদলিকৃত শিক্ষকরা হলেন, যশোর জিলা স্কুলের সামাজিক বিজ্ঞানের সিনিয়র শিক্ষক ফজর আলী, ফরিদ উদ্দিন খান ও আনিছুর রহমান, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক খালিদ হোসেন, মণিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক সাঈফ শাহরিয়ার ও মণিরামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক এমএ পিয়াস।
তাদেরকে দেশের বিভিন্ন সরকারি স্কুলে বদলি করা হয়েছে। এদেরমধ্যে ফজর আলীকে ফরিদপুরের সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ে, ফরিদ উদ্দিন খানকে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে, আনিসুর রহমানকেও একই বিদ্যালয়ে, খালিদ হোসেনকে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং সাঈফ শাহরিয়ার ও এমএ পিয়াসকে শরীয়তপুরের পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ে বদলি করেছে মাউশি কর্তৃপক্ষ। এ নিয়ে যশোরের ছয়টি শিক্ষক পরিবারের হতাশা বিরাজ করছে।
খুলনা গেজেট/কেএ