যশোরে ২২ বোতল ফেনসিডিলসহ আটক আইনজীবী মিজানুর রহমান বিপ্লবকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এছাড়া সমিতির সিদ্ধান্তকে অবমাননার দায়ে বিতর্কিত আইনজীবী সহকারী ইদ্রিস আলমকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। সোমবার যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সমিতির ১ নং ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন।
আইনজীবী সমিতি সূত্র জানায়, বিতর্কিত আইনজীবী মিজানুর রহমান বিপ্লব একাধিকবার কারাবরণ করেছেন। সর্বশেষ গত ৫ জানুয়ারি ২২ বোতল ফেনসিডিলসহ শার্শা থেকে পুলিশের হাতে আটক হয়। এ ঘটনায় মামলার পর তাকে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে বের হন। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, প্রতারণার দায়ে আইনজীবী সহকারী ইদ্রিস আলীকে সাময়িক বহিস্কার ও তার শিক্ষানবীশ আইনজীবীর কার্ড জব্দ করে সমিতি। এরপর ইদ্রিস আইনজীবী সমিতির এ সিদ্ধান্তকে তাচ্ছিল্য করে একটি পত্রিকায় সংবাদ প্রকাশ করে। এ ঘটনায় সমিতি তাকে স্থায়ীভাবে বহিস্কার করেছে। একই সাথে আদালত ও আইনজীবী সমিতি ভবন চত্ত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যথায় তাকে প্রশাসনের হাতে তুলে দেয়া হবে বলে সমিতির নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়।