যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হাফিজুর রহমান (২১) নামে এক মোটরপার্টস ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে শহরের মণিহার সিনেমা হলের পশ্চিম পাশের গলির দৃপ্তি সেলুনের সামনে এ ঘটনাটি ঘটে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহত হাফিজুর রহমান শহরের পশ্চিম বারান্দীপাড়ার সোনা মিয়ার ছেলে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, এদিন সকালে হাফিজুর চুলকাটাতে মনিহার এলাকায় ওই সেলুনে গিয়েছিলেন। এসময় শহরের আলোচিত সন্ত্রাসী গোল্ডন সাব্বির, হ্যাপি ও হুরাইরা মিলে পূর্ব শত্রুতার জের ধরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে দুপুর ১টার দিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। শহরের আরএন রোডে তার মোটরপার্টসের দোকান রয়েছে।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, ছুরিকাঘাতে হাফিজুরের অবস্থা আশঙ্কাজনক। তার বুকে দুটি ছুরিকাঘাত করা হয়েছে। তাকে হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনাচর্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, এ ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযানে শুরু করেছে। এছাড়া বিষয়টি তদন্ত করা হচ্ছে।
খুলনা গেজেট/ এস আই