যশোরে যুবলীগের ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের রেলগেট এলাকায় হামলায় কামরুজ্জামান মামুন নামে এক যুবলীগ নেতা ছুরিকাহত হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি শহরের চাঁচড়া রায়পাড়ার মৃত মোশাররফ হোসেনের ছেলে এবং যশোর জেলা যুবলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক।
হাসপাতালে চিকিৎসাধীন মামুন অভিযোগ করেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের উদ্যোগে শহরের রেলগেট এলাকায় মুসলিদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিলো।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয় কাউন্সিলর হাজী সুমনের উপস্থিতিতে সন্ত্রাসী শুভ, সাগর, মামুন, রনিসহ কয়েকজন হামলা চালায়। এতে বাধা দিলে তারা তাকে ছুরিকাহত করে। এসময় স্থানীয়রা উদ্ধার যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দিন বলেন, মামুন নামে এক যুবক ছুরিকাহত হয়েছেন। তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, তবে এখন তিনি শঙ্কামুক্ত।
বিষয়টি নিয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে।