খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

যশোরে যুবককে কুপিয়ে জখম, হামলাকারী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের কারবালা কবরস্থানে বিপ্লব মোল্লা নামে এক যুবকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় তাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় নাইম হোসেন প্রান্ত নামে এক যুবককে আটক করেছে পুলিশ। প্রান্ত কারবালা ধোপাপাড়ার মিন্টু মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ( ১৮ মার্চ) রাত সাড়ে ১০ টায়। আহত বিপ্লব মোল্লা ধর্মতলা খোলাডাঙ্গা এলাকার মিঠু মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন রাতে শহরের কারবালা মসজিদের সামনে পুকুরের সিঁড়ির কাছাকাছি বিপ্লব দাড়িয়ে ছিলো। এসময় হঠাৎ প্রান্তসহ কয়েকজন হাতে গাছি দা নিয়ে ওই যুবকের উপর হামলা চালায়। তারা এলোপাতাড়িভাবে বিপ্লবের ঘাড়ে, কানে ও ডান হাঁটুতে কুপিয়ে জখম করে। এসময় আশপাশের লোকজন এসে প্রান্তকে আটক করে। পরে স্থানীয়রা প্রান্তকে পুলিশে সোপর্দ করে। একই সাথে বিপ্লব মোল্লাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদিকে, ঘটনার পরই কারবালা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। অনেকে ইবাদত ছেড়ে কারবালা এলাকা ত্যাগ করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই আব্দুর রউফ জানান, খবর পেয়ে তারা কারবালা কবরস্থানে গিয়ে হামলাকারী প্রান্তকে হেফাজতে নেন। পরে প্রান্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রান্ত জানিয়েছে খোলাডাঙ্গা হ্যাচারিপাড়ার বিপ্লব মোল্লার সাথে তার শত্রুতা ছিলো। সেই আক্রোশে প্রান্ত হামলা চালিয়েছে। তারা নানা অপরাধের সাথে জড়িত। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!