খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

যশোরে যুবককে কুপিয়ে জখম

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি বাজারে কেরাম খেলাকে কেন্দ্র করে গোলযোগে আক্তার (৩৫) নামে এক যুবককে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করা হয়েছে। এসময় তার গলায় থেকে ১ ভরি ওজনের সোনার চেন ছিনিয়ে নেয়া হয়।

এ ঘটনায় চিহ্নিত সদর উপজেলার চুড়ামনকাটি কলোনীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে ইসতাক, একই এলাকার মৃত রফিউল্লাহর ছেলে আমির হোসেন ও মুজিবর রহমানের ছেলে আল-আমিনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

চুড়ামনকাটি কলোনীপাড়ার আব্দুল জব্বার বিশ্বাসের ছেলে শরিফ শুক্রবার দুপুরে কোতয়ালি থানায় দায়ের করা মামলায় বলেছেন, মৃত শওকত আলীর ছেলে আক্তার সম্পর্কে তার দুলাভাই। বিগত ৬/৭ মাস পূর্বে দুলাভাইয়ের বাড়ির সামনে কেরাম খেলাকে কেন্দ্র করে ইসতাকের সাথে আক্তারের গোলযোগ হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ৮ টায় ওই আসামিরা পরিকল্পিতভাবে আক্তারকে ডেকে বাড়ির পিছনে মাঠে নিয়ে যায়। সেখানে আমির হোসেন ও আল আমিন আক্তারকে ধরে এলোপাতাড়ীভাবে মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!