যশোরে যাত্রীবাহী বাস উল্টে তোতা মিয়া (৩৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। এসময় যাত্রী নারীসহ ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছার লাউজানীতে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ১০ নারী-পুরুষকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি আহত যাত্রীরা জানিয়েছেন, বেনাপোল থেকে যাত্রী নিয়ে বাসটি যশোর আসার পথে লাউজানী গেট নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাসটি উল্টে যায়। এসময় বাসে থাকা ৪০ যাত্রী কমবেশি আহত হন। বাসে মোট ৫০ জন মত ছিলো। এদেরমধ্যে গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায় ও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
যশোর হাইওয়ে থানার এসআই আমিরুজ্জামান বলেন, ঘটনাস্থলেই বাসের হেলপার তোতা মিয়া নিহত হয়েছে।
তিনি যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের হাফিজুর শেখের ছেলে। এছাড়া আহতদের মধ্যে ১০ নারী পুরুষকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
খুলনা গেজেট/ এস আই