খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

যশোরে মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড

যশোর প্রতিনিধি

Coat

যশোরে মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত পলাকত আসামি নুরুজ্জামান চৌগাছা উপজেলার কারিগরপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

একই মামলায় আরও তিন আসামির প্রত্যেককে তিনবছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। তারা হলেন, কারিগরপাড়া গ্রামের নান্নু নিকেরির ছেলে আসলাম হোসেন, পান্টিপাড়া গ্রামের আবু বক্করের ছেলে শিমুল হোসেন, টেংগুরপুর গ্রামের পাহাড় খাঁর ছেলে আমিনুর রহমান। গত বুধবার বিকেলে অতিরিক্ত দায়রা জজ সোহানী পূষণ মাদক মামলার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্জ সহকারী হাবিবুর রহমান।

মামলার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১০ আগস্ট সকালে বাঘাপাড়া উপজেলার গাইদঘাট হাইস্কুলের পাশ থেকে পুলিশ আমড়ার বস্তাভর্তি একটি আলমসাধু গাড়ি আটক করে। এসময় ওই আলমসাধুতে থাকা তিনজনের মধ্যে দু’জন পালিয়ে যায়। পরে আটটি আমড়ার বস্তা থেকে ৪শ’৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। একই সাথে আলমসাধু চালক নুরুজ্জামানকে আটক করা হয়। চালক নুরুজ্জামানের কাছ থেকে পলাতকদের নাম ঠিকানা সংগ্রহ করে পুলিশের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় নুরুজ্জামান আদালত থেকে জামিন পেয়ে বর্তমানে পলাতক রয়েছে। ওই মামলায় রায়ে বুধবার একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও বাকি তিনজনকে তিনবছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!