যশোরের আলোচিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার ও কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার রাত সাড়ে ৮ টায় শহরের ঘোপ জেল রোডের মাতৃসেবা ও বন্ধন হাসপাতালে এ অভিযান চালানো হয়। এ সময় মাতৃসেবা হাসপাতাল সিলড ও বন্ধন হাসপাতালের অপারেশন কার্যক্রম বন্ধ দেন সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বাঘারপাড়া উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামের আব্দুল গফুরের ছেলে মেহেদী হাসান (১৮) গত ২৬ এপ্রিল মাতৃসেবা ক্লিনিকে ভর্তি হন। সেখানে তাকে অপারেশনের মাধ্যমে অপচিকিৎসা করা হয়। এ অভিযোগের ভিক্তিতে ওই প্রতিষ্ঠান সিলড করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হাসপাতালের গোটা কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। অপরদিকে, বন্ধন হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ করে দেয়া হয়েছে। এ দুটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ চিকিৎসাসেবার নামে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এরই প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে দুটি ক্লিনিকের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
অভিযানে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, মেডিকেল অফিসার নাসিম ফেরদৌস, প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান।
খুলনা গেজেট/ টি আই