খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুবি থেকে গুম হওয়া দুই শিক্ষার্থী অনিক এবং মুজাহিদ জামিনে মুক্তি
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২
  টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

যশোরে ভুয়া ডাক্তার আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার সেজে প্রতারণার করার সময় এক যুবককে হাতেনাতে আটক। সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের কর্মচারীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

তিনি নিজেকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির তৃতীয় বর্ষের মেডিকেল টেকনোলজি বিভাগের শিক্ষার্থী বলে দাবি করেছেন। এ পরিচয়ে তিনি দীর্ঘদিন জেনারেল হাসপাতালে ঢুকে নানা প্রতারণা করে আসছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।  এ পরিচয়ে তিনি দীর্ঘদিন জেনারেল হাসপাতালে ঢুকে নানা প্রতারণা করে আসছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে। আটক ডাক্তার পরিচয় দেয়া আব্দুর রহমান রাকিব শহরের শংকরপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, মূলত তিনি নিজেকে ইন্টার্ন ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন। গত ১০ থেকে ১৫ দিন আগে রাকিব পুরাতন কসবা কাঠালতলা এলাকার সানজিদা নামে এক নারীর কাছে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়। একইভাবে সোমবারও ডাক্তার সেজে চিকিৎসাসেবার নামে প্রতারণা করছিলেন। পরে তাকে কর্মচারীরা ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!