যশোরে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। রোববার সকালে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে জেনারেল হসপাতাল চত্বরে র্যালি ও হাসপাতাল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুর রহিম মোড়ল। স্বাগত বক্তব্য দেন হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ যশোর শাখার সভাপতি নাসের মুস্তাফিজ।
বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডাক্তার এবিএম সাইফুল আলম, সহকারী অধ্যাপক ডাক্তার মাহবুবুর রহমান। হিমোফিলিয়া আক্রান্তদের মধ্যে বক্তৃতা করেন শুভ রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সেলিম রেজা।
উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডাক্তার গৌতম আচার্য্য, ডাক্তার তৌহিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার আব্দুস সামাদ, ডাক্তার ইদ্রীস আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ রোগের কোন চিকিৎসা নেই, তবে সচেতনতা প্রধান উপসম। হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া এক ধরনের অতিরিক্ত রক্তক্ষরণজনিত জন্মগত সমস্যা যা সাধারণত পুরুষদের হয়ে থাকে এবং মহিলাদের মাধ্যমে বংশানুক্রমে বিস্তার লাভ করে। এ রোগীদের রক্তক্ষরণ অতিদ্রুত গতিতে হয়তা নয় বরং এদের রক্তদীর্ঘক্ষণ ধরে হতে থাকে। রক্ত জমাট বাধার উপকরণ ফ্যাক্টর এইট এর ঘাটতির জন্য হিমোফিলিয়া ”এ” এবং ফ্যাক্টর এইট ঘাটতির জন্য হিমোফিলিয়া ”বি” হয়ে থাকে।
সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় এবং চিকিৎসা অত্যন্ত ব্যায়বহুল হওয়ায় সঠিক চিকিৎসা এবং পরিচর্যার অভাবে বাংলাদেশের অধিকাংশ হিমোফিলিয়া রোগী অবর্ননীয় দু:খ কষ্টের মধ্যে জীবন যাপন করছে। চিকিৎসার অভাবে অনেক রোগী পঙ্গু হয়ে গেছে। অনেকে অকালে মৃত্যুবরণ করেছে। সময়মত রোগ শনাক্ত করা সম্ভব না হলে এবং রক্তক্ষরণ বন্ধ করে সম্ভাব্য জটিলতার হাত থেকে রক্ষা করতে না পারলে কোন কোন ক্ষেত্রে রোগীর মৃত্যু ও হতে পারে অথবা ধাবিত হতে পারে অভিশপ্ত পঙ্গুত্বের দিকে।
খুলনা গেজেট/ এস আই