খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

যশোরে বিশেষ সম্মাননা পেলেন ১৫ কৃষক

বেনাপোল প্রতিনিধি

দেশের কৃষিখাতে অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখায় যশোর অঞ্চলের জনপ্রিয় কৃষিভিত্তিক অনলাইন প্লাটফর্ম রহস্য ট্রাভেল আয়োজনে অনুষ্ঠানে ১৫ জন কৃষাণ-কৃষাণী ও ছয়জন কৃষি কর্মকর্তাকে সম্মাননা দিয়েছে। রোববার (৪ই ফেব্রুয়ারী ) বিকালে যশোরের শার্শা উপজেলার ছোট নিজামপুরে আয়োজিত অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়।

শার্শা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জনাব তরুন কুমার বালার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.সুশান্ত কুমার তরফদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জনাব প্রতাপ মন্ডল ও শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা এবং রহস্য ট্রাভেল এর প্রধান উপদেষ্টা নিজামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রহস্য ট্রাভেল এর উপস্থাপক নয়ন হোসেন।

সরকারের কৃষি ক্ষেত্রে চলমান উন্নয়ন ও স্মার্ট কৃষি গড়তে অনলাইনের ভূমিকাসহ আলোচনা শেষে কৃষাণ-কৃষাণীদের হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও সম্মাননা সনদ তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

রহস্য ট্রাভেল কৃষি পদক ২০২৩ সম্মাননা পাওয়া কৃষাণ-কৃষাণীরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের কৃষাণী আনোয়ারা বেগম, বোদখানা গ্রামের দেলোয়ার হোসেন, মিশ্রিদেওড়া গ্রামের পিন্টু হোসেন, গদখালী আন্দোলপোতা গ্রামের আলামিন হোসেন, শার্শা উপজেলার নাভারণ গ্রামের ইউসুফ আলী, নারায়ণপুর গ্রামের নূর মোহাম্মদ আলী, শ্যামলাগাছী গ্রামের মিজানুর রহমান , সূবর্ণখালী গ্রামের মাহাবুবুর রহমান, ছোট নিজামপুর গ্রামের শাহাজান শিকদার ও মোহাম্মদ আলী, একঝালা গ্রামের সাইফুল ইসলাম শুকুর, কন্দপপুর গ্রামের আসমা খাতুন ও শিলা আক্তার, শাড়াতলা গ্রামের সেলিম রেজা, শিকারপুর গ্রামের মনজুরুল ইসলাম।

পনের কৃষক-কৃষাণী ছাড়াও মাঠ পর্যায়ে কৃষকের সেবা প্রদানে অবদানের জন্য ছয়জন কৃষি কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন , শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার তরুন বালা, ঝিকরগাছা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রোকুনুজ্জামান, শার্শা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা অসীত কুমার মন্ডল, যশোর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.সুশান্ত কুমার তরফদার বলেন, এই আয়োজনটি কৃষক-কৃষাণীদের অনুপ্রেরণা। আগামীতে কৃষকদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এমন অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অনেক।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!