যশোরের অভয়নগর উপজেলার বেজেরডাঙায় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ব্রেক ব্যান স্প্রিং ভেঙে লাইনচ্যুত হয়। বুধবার (৩০ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা পর রিলিফ ট্রেন এসে চাকা সারানোর পর রাত ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
যশোর রেলওয়ের নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস জানান, খুলনা থেকে বিকেল ৪টার দিকে ছেড়ে যায় রাজশাহীগামী ট্রেন সাগরদাড়ি এক্সপ্রেস। এটি ফুলতলা ছাড়িয়ে বেজেরডাঙ্গা নামক স্থানে পৌঁছানোর পর একটি বগির ইঞ্জিন ভেঙে পড়ে যায়। ফলে ট্রেনটি আর চলতে পারেনি, লাইন থেকে পড়ে দাড়িয়ে যায়। আর তাতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে দু’পাশে আটকে পড়া ট্রেন যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এরপর রাত ৮টার দিকে খুলনা থেকে রিলিফ ট্রেন আসে।
রিলিফ ট্রেনের উদ্ধারকারী দলের সদস্য বাইতুল ইসলাম রাত ৮টার দিকে জানান, চাকা সারিয়ে ট্রেন লাইন ক্লিয়ার করা হয়েছে। এরপর থেকে যশোর ও খুলনার সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে তিনবার প্রায় একইস্থানে লাইনে ট্রেন দুর্ঘটনা ঘটলো।
এর আগে গত ২৪ জুলাই যশোরের সিঙ্গিয়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে যায়একটি তেলবাহী ট্রেন। প্রায় সাত ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল চলাচল স্বাভাবিক হয়। দু’দিন পর শনিবার যশোরের নওয়াপাড়ায় একটি ট্রেনে চাকায় ত্রুটিরা কারণে বন্ধ হয়ে যায়। পরে তিন ঘণ্টার চেষ্টায় সেটি ঠিক হয়। এরপর বুধবার এ দুর্ঘটনাটি ঘটলো।
খুলনা গেজেট/কেডি