করোনা সংক্রমণরোধে দেশে আবারও শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। প্রথম দিনে যশোর নার্সিং ইনস্টিটিউটে টিকাদান কেন্দ্রে ছিলো মানুষের উপচেপড়া ভিড়। প্রথম দিনে টিকা নিয়েছেন এক হাজার পাঁচশ’ ২৩ জন। এরমধ্যে পুরুষ পাঁচশ’ ৯৫ জন ও নারী ছয়শ’ ২৮ জন।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, প্রথম দিনে যশোরে এক হাজার পাঁচশ’ ২৩ জন করোনা প্রতিরোধী টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে যশোর সদর উপজেলায় একশ’ ২২ জন, বাঘারপাড়ায় দুইশ’ ২০ জন, চৌগাছায় ২৮ জন, কেশবপুরে ৯৪ জন, মণিরামপুরে ৭৮ জন ও শার্শায় একশ’ ৫০ জন। প্রতিদিন সকাল নয়টা থেকে দু’টা পর্যন্ত যশোর নার্সিং ইনস্টিটিউটে টিকা প্রদান করা হবে।
তিনি আরও জানান, গত ৯ জুলাই যশোরে চীনের তৈরি সিনোফার্মের ৮৬ হাজার চারশ’ ডোজ করোনার ভ্যাকসিন (টিকা) পৌঁছায়। সারাদেশে প্রায় দুই মাস বন্ধ থাকার পর বয়সসীমা ৪০ থেকে ৩৫ বছরে নামিয়ে দেশজুড়ে টিকার নিবন্ধন শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরআগে টিকা সঙ্কটে গত ২৫ এপ্রিল প্রথম ডোজ দেয়া বন্ধ করে অধিদপ্তর। মে মাসের প্রথম সপ্তাহে বন্ধ হয়ে যায় টিকার নিবন্ধনও। ইতিমধ্যে টিকার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
খুলনা গেজেট/ টি আই