প্রতারণার দায়ে ভাটার শ্রমিক সুপারভাইজারকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি মালেক মীর খুলনার দাকোপ উপজেলার গুনারী দক্ষিণ গ্রামের মোক্তার মীরের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, বাঘারপাড়ার খাজুরার সৌদি সালামের ভাটায় ইট তৈরি করবেন বলে ভাটার লেবার সরদার আব্দুর রহমানের কাছে প্রস্তাব দেন। তার প্রস্তাবে রাজি হয়ে ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর মালেক মীর ৫ জন শ্রমিক নিয়ে ওই মৌসুমের ইট প্রস্তুত করবেন বলে একটি চুক্তি করেন।
তিনি চুরি শর্ত অনুযায়ী অগ্রিম ১ লাখ ৮৫ হাজার টাকা গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী মালেক মীর সৌদি ভাটায় যোগদান না করে অন্যত্র কাজ শুরু করেন। মালেক মীরকে কাজে যোগদানের জন্য সংবাদ দিলেও তিনি কর্ণপাত করেননি। মালেক মীরকে সংবাদ দিলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি ভাটায় আসেন। এ সময় তাকে ভাটায় কাজ করার কথা বললে তিনি করবে না বলে জানিয়ে দেন। একই সাথে অগ্রিম নেয়া টাকাও ফেরত দিতে পারবেন না বলে জানিয়ে চলে যান। টাকা আদায়ে ব্যর্থ হয়ে লেবার সরদার আব্দুর রহমান বাদী হয়ে ওই বছরের ৮ মার্চ প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি মালেক মীরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১ বছর কারাদণ্ডে আদেশ দিয়েছেন।
খুলনা গেজেট/ এসজেড