যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, বাঘারপাড়া উপজেলার শুকদেবপুর গ্রামের বিমল রায় (৬০), সদর উপজেলার শাখারীগাতি গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও ছোট গোপালপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হৃদয় হোসেন (১৮)।
মৃত বিমল রায়ের ছেলে শ্যামল রায় জানান, শনিবার রাত ৮টার দিকে তার বাবা বাঘারপাড়ার ভায়না দোরাস্তা মোড় থেকে বাড়িতে ফিরছিলেন। এসময় দ্রুতগতির মাটিবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার মুরসানিলুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, ওই মাটিবোঝাই ট্রাক দরাজহাট ইউনিয়নের কাকন মেম্বারের। প্রায় তার ওই ট্রাকে এলাকায় ছোটখাট দুর্ঘটনা ঘটছে।
এদিকে, মৃত রফিকুলের স্বজনরা জানান, শনিবার সকালে রফিকুল গ্রাম থেকে ইজিবাইকে করে যশোরে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রাজারহাট মোড়ে বিপরীত দিক দিয়ে আসা একটি ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রফিকুল মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান।
হৃদয়ের পিতা মোহম্মাদ আলী জানান, শনিবার রাতে হৃদয় তার চাচা আসিবুর রহমানকে সাথে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফতেপুর গ্রামে তাদের এক আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভায়নার মাঠে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খেজুর গাছের সাথে ধাক্কা লাগে। এতে হৃদয় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা গেজেট/ এস আই