যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশি হামলায় কামরুল ইসলাম নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত কামরুল ইসলাম যশোর জেলা যুবদলের দপ্তর সম্পাদক। তাকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় এ হামলার ঘটনাটি ঘটে।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন জানান, শুক্রবার সন্ধ্যায় জেলা যুবদলের নবগঠিত ইউনিটের নেতাকর্মীরা শহরের কারবালা কবরস্থানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। এরপর তারা সম্মিলিতভাবে লালদীঘি পাড়স্থ দলীয় কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে ফুলেল শুভেচ্ছা জানাতে যাচ্ছিলেন। এ সময় তারা দলীয় কার্যালয়ের সামনে পৌছালে একদল পুলিশ তাদের উপর হামলা চালায়। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে এলোপাতাড়ি মারপিট শুরু করে। পিটুনিতে জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামসহ ৭/৮ জন নেতাকর্মী আহত হন। এদের মধ্যে কামরুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলামের মোবাইলের সরকারি নম্বরে কয়েক দফা ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।