খুলনা, বাংলাদেশ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুবি থেকে গুম হওয়া দুই শিক্ষার্থী অনিক এবং মুজাহিদ জামিনে মুক্তি
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২
  টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

যশোরে পিস্তল ও গুলিসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে অস্ত্র-গুলিসহ তানজিম চাকলাদার রাজিতসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (২৩ জুলাই) গভীর রাতে শহরের পুরাতন কসবা কাঠালতলা এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব-৬ যশোরের সদস্যরা।

আটক রাজিত চাকলাদার ওই এলাকার পান্নু চাকলাদারের ছেলে এবং যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শাহীন চাকলাদারের ভাইপো।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দুইজনকে আটকের তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।

জানা যায়, র‌্যাব-৬ যশোরের সদস্যরা অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ রাজিত চাকলাদারকে আটক করেন। এসময় ইমরান নামে তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। এ ঘটনায় গোটা শহরে তোলপাড় সৃষ্টি হয়েছে।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!