বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৫২ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে নাশকতার বিভিন্ন মামলায় তারা সবাই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নেতৃবৃন্দ সবাই নাশকতা মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন। এ জামিনের সময়সীমা শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে নি¤œ আদালতে তারা আত্মসমর্পণ করেন। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অমিত ও সাবু ছাড়াও উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন, বিএনপি নেতা মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এম. তমাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
এছাড়া, একইদিনে বিএনপির ১২ নেতাকর্মীকে জামিন প্রদান করেছেন আদালত। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, আনিছুর রহমান মুকুল, শরফুদ্দৌলা ছোটলু, যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল প্রমুখ।
আদালতের আইনজীবী দেবাশীষ দাস বলেন, অধিকাংশ নেতাকর্মীর বিরুদ্ধে তিন থেকে চারটি মামলা রয়েছে। কোতোয়ালি থানা, শার্শা থানা ও কেশবপুর থানার মামলায় তারা আত্মসমর্পণ করেছেন। আদালত অসুস্থ্য নেতাকর্মীদের জামিন প্রদান করেছেন ও অন্যদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
খুলনা গেজেট/কেডি