খুলনা, বাংলাদেশ | ২২ আশ্বিন, ১৪৩১ | ৭ অক্টোবর, ২০২৪

Breaking News

  সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান গ্রেপ্তার
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২২৫
  পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলমের নিয়োগ বা‌তিল : পররাষ্ট্র মন্ত্রণালয়
  সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যশোরে দুটি বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট, জখম ৪

যশোর প্রতিনিধি

যশোরের সালতা এনায়েতপুরের দুটি বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়ে ৪ জনকে জখম করা হয়েছে। এ ঘটনায় ওই গ্রামের ১২ জনকে অভিযুক্ত করে থানায় দুটি অভিযাগ করা হয়েছে। এনায়েতপুরের গফ্ফার আলীর ছেলে বিপুল ও ওকিল উদ্দিন বিশ্বাসের ছেলে শরিরুল ইসলাম অভিযোগ দুটি করেছেন। পুলিশ রোববার (১৮ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগে ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল সকালে সালতা এনায়েতপুরের গফ্ফার আলীর ছেলে রিপনের সাথে ইজিবাইক চালানো নিয়ে কথা কাটাকাটি হয় একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে সেতু ও বিপুলের। এরপর ওইদিন দুপুর দুটোয় ১৩/১৪ জন দুর্বৃত্ত হামলা ও ভাংচুর চালায় রিপনের ভাই বিপুলের বাড়িতে। প্রথমে বিপুলকে ডেকে নিয়ে মারপিট করে। পরে লোহার রড বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে তাড়া করে। তারা মাথা ও চোখে আঘাতপ্রাপ্ত হয়। এরপর তিনি দৌঁড়ে চাচাতো ভাই মিজানুর রহমানের বাড়িতে আশ্রয় নিলে সেখানেও দুর্বৃত্তরা হামলা চালায়। তারা বিপুল ও মিজানুরকে মারপিট ও দুটি বাড়ি ভাংচুর করে। এসময় বিপুল, রিপন, মিজানুর রহমান ও অপর চাচাতো ভাই শরিফুল আহত হন। তারা যশোর জেনারেল হাসাপাতালে চিকিৎসা গ্রহণ করেন। হামলাকারীরা পাশের মুদি দোকান ভাংচুর ও ক্যাশ বাক্স থেকে নগদ ১ লাখ ৮৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ১৮ এপ্রিল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!