যশোর-বেনাপোল সড়কে ও বারবাজারে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক ও দুলাভাইসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের কোনো ক্ষতি না হলেও দুটি মোটরসাইকেল ভেঙে-দুমড়ে মুচড়ে গেছে। অবশ্য ঘাতক ট্রাক দুটির একটি পালিয়ে গেছে।
শনিবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে যশোর-বেনাপোল সড়কের নবীনগরে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন শ্যালক-দুলাভাই। এরা হলেন, বেনাপোলের নারায়নপুর গ্রামের সাহেব আলীর ছেলে নিলয় হোসেন (২৫) ও বাবু (১৬)। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নাভারণ হাইওয়ে ও ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে যান।
নাভারণ হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মোল্লা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে ট্রাকটি সড়কে উঠছিল। এ সময় বেনাপোল থেকে যশোরগামী একটি মোটরসাইলে এসে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে পাশেই শতবর্ষী একটি গাছের সাথে খায়। খবর পেয়ে দ্রুত তারা ছুটে আসেন। স্থানীয়রাও ছুটে এসে দেখতে পান নিলয় নামে এক যুবক মারা গেছেন। অপরজন বাবুকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, একইদিন বেলা ১১টার দিকে বারবাজার হাইওয়ে থানার সামনে ট্রাক চাপায় নিরোল্যাক পেইন্টের কর্মচারী হামিদুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হন। তিনিও মোটরসাইকেল চালিয়ে যশোরের দিকে আসছিলেন। এ সময় সোহেল নামে আরও এক কর্মচারী গুরুতর আহত হন।
বারবাজার হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান জানান, হতাহতরা কালীগঞ্জ থেকে যশোরের দিক যাচ্ছিলেন। বারবাজার হাইওয়ে থানার সামনে যশোরের দিক থেকে যাওয়া একটি ট্রাক তাদের চাপা দেয়। ট্রাক নং (ঢাকা মেট্রো ড-১৪-৬০৩২) জব্দ করা হয়েছে।
খুলনা গেজেট/কেডি