যশোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জয়িতা সম্মাননার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এদিন সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। কালেক্টরেট চত্বরে সকালে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। পরে শহরের সিসিটিএস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ। আলোচনা করেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, সনাক যশোরের সহসভাপতি নওশাদ বানু, শিক্ষাবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান ও সমাজকর্মী শাহজাহান নান্নু। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপপরিচালক আনিছুর রহমান।
এ সময় অর্থনৈতিক সাফল্যে সালমা ইসলাম সদর উপজেলা ও জেলায়, সমাজ উন্নয়নে ভূমিকা রাখায় ফাতেমা জোহরা উপজেলা ও জেলা, শিক্ষা ও চাকরিতে নাসরীন আক্তার, সফল জননী হিসেবে জেবুননেছা খানম, নির্যাতন রুখে দিয়ে ঘুরে দাঁড়ানোয় সাবিনা ইয়াসমিন, শিক্ষা ও চাকরিতে সদর উপজেলায় ফারহানা হক, সফল জননী জ্যোতিকা রাণী বিশ্বাস, নির্যাতন রুখে দিয়ে ঘুরে দাঁড়ানোতে সদর উপজেলায় শিউলি বেগমকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া নারীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন ফাতেমা জোহরা, নাসরীন আক্তার ও জেবুননেছা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন ধারার নির্বাহী পরিচালক লিপিকা দাস গুপ্তা ও ওয়াইডব্লউসিএ’র সাধারণ সম্পাদক শিখা বিশ্বাস।
র্যালিতে বাঁচতে শেখা, জয়তী সোসাইটি, ধারা, রাইটস যশোর, এডাব, বঞ্চিতা, ওয়াইডব্লিউসিএ, সেভিয়ার, অর্পণ, এলজিইডিসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এছাড়া, যশোর পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন মেয়র হায়দার গনি খান পলাশ।
র্যালিতে অংশ নেন প্যানেল মেয়র মোকছিমুল বারী অপু, কাউন্সিলর শেখ রোকেয়া পারভীন ডলি, রাশেদ আব্বাস রাজ, নাসিমা আক্তার জলি, রাজিবুল আলম, জাহিদ হোসেন মিলন, সচিব আজমল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডুু, বস্তি উন্নয়ন কর্মকর্তা তাসলিমা আক্তার, ইউজি প্রকল্প কর্মকর্তা আব্দুল মান্নান, রবিউল ইসলাম, রাবেয়া বেগম, রিনা আক্তার, দিল আফরোজ ও সেলিমা খাতুন।
এর আগে সকালে জয়তী সোসাইটি যশোরের উদ্যোগে সুসজ্জিত র্যালির আয়োজন করা হয়। এতে নারীরা মোটরসাইকেল চালিয়ে ও ঘোড়ার গাড়িতে শোভাযাত্রায় অংশ নেন। প্রধান অতিথি ছিলেন পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নাজিম উদ্দিন মোল্লা, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, ম্যানেজার অসীম কুমার বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান প্রমুখ।
খুলনা গেজেট/কেএ