যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবু বিশ্বাস (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে মোট চারজনের মৃত্যু হয়েছে।
মৃত সাবু বিশ্বাস ডেঙ্গু আক্রান্ত হয়ে রোববার (১৩ আগস্ট) বিকেলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। এখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সোমবার ভোরে তার মৃত্যু হয়।
সাবু বিশ্বাসের চাচাতো ভাই ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, সাবু কয়েকদিন ধরে জ্বরে অসুস্থ ছিল। এতে তার মুখ দিয়ে রক্তও উঠছিল। অসুস্থতা বেশি হলে রোববার তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হলে বিশেষায়িত ওয়ার্ডে পাঠানো হয়। এখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সোমবার ভোররাতে তার মৃত্যু হয়। সকালে ফতেপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে সিভিল সার্জন যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোর জেলায় ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। এরমধ্যে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭ জন। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাত মাসে যশোরে ডেঙ্গু আক্রান্ত চারজনের মৃত্যু হলো।
এ ব্যাপারে যশোরের সিভিল সার্জন বিপ্লব কুমার বিশ্বাস বলেন, যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা স্থিতিশীল রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রোববার জেলা ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে সপ্তাহের প্রথমদিন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। ডেঙ্গুর লার্ভা জন্মানোর সব ক্ষেত্র ধ্বংস করতে হবে।
খুলনা গেজেট/কেডি