যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ৪টি পৃথক অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেনসিডিল, ১১০ বোতল বিয়ার ও ৩ বোতল বাংলা মদ উদ্ধার করেছে। এসময় তারা ৬ কারবারিকে আটক করেছে। ১১ মার্চ রাতে জেলার বিভিন্ন স্পটে এ অভিযান চালানো হয়েছে।
পুলিশ জানায়, ওইদিন রাতব্যাপী ডিবির এসআই সোলায়মান আক্কাস, এসআই লিটন মন্ডল, এএসআই এসএম ফুরকানসহ একদল ফোর্স শার্শা উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় তারা রাড়ীপুকুর গ্রামের জাকির হোসেনের বাড়ির পশ্চিম পাশে থেকে ইছাপুরের ইয়াকুব কারীর ছেলে মোজাহিদুল ইসলাম (২৩) ও রুদ্রপুরের রবিউল হোসেনের ছেলে ইমরান হোসেনকে (২২) আটক করে।
তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। অপর অভিযানে শার্শার সেতাই গ্রামের শাহাবুদ্দিনের ঘরের পিছন থেকে আটক হয় মাদক কারবারী সিরাজুল ইসলাম (৪৪)। তিনি ওই গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। তার কাছ থেকে ৩ বোতল ভারতীয় বাংলা মদ উদ্ধার হয়।
একইদিন সকাল সাড়ে ১০টায় শহরের বেজপাড়া নিউ এক্সটেনশন রোড থেকে খান সাবাহ আল আব্দুল্লাহ ওরফে রাতুলকে (২৪) ডিবি পুলিশ আটক করে। তিনি ওই এলাকার আব্দুল মান্নান খানের ছেলে। তার কাছ থেকে ১১০ পিছ অ্যালকোহলযুক্ত বিয়ার ক্যান উদ্ধার করা হয়। এরআগে ভোরে ডিবি পুলিশের একটি টিম খাজুরা বাসস্ট্যান্ড থেকে রবিউল আমীন নামে (৪৪) একজনকে আটক করে। তিনি উপশহর সেক্টর এলাকার মৃত রুহুল আমীনের ছেলে। তার কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।
খুলনা গেজেট/কেএ