যশোরে আফজাল হোসেন নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি পুরাতন কসবা টালিখোলা এলাকায় আব্দুল জলিলের বাড়িতে ভাড়া থাকতেন ও যশোর ট্রাফিক অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনা জেলার বয়রা এলাকায়।
সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে মনিহার এলাকায় ডিউটিরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পুলিশ বিভাগে শোকের ছায়া নেমেছে। মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ উর্ধ্বতন কর্মকর্তারা ।
ট্রাফিক অফিস সূত্র জানায়, শনিবার সকাল আটটায় পুলিশ লাইন মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এরপর তাকে খুলনায় পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম