জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীরা সদর উপজেলার রুপদিয়া কলাপট্টিতে মনিরুজ্জামান (৩৮) নামে এক যুবককে মারপিট করে ৬৫ হাজার ৫শ’ ৫০ টাকা ছিনতাই ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি করেন আহত যুবকের পিতা যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর পশ্চিমপাড়ার আব্দুল খালেক।
মামলায় আসামি করা হয়েছে, একই গ্রামের মৃত আব্দুল হক মোড়লের ছেলে মোঃ হাই ও তার ভাই হাসানুর রহমান মিন্টুসহ অজ্ঞাত ৪/৫জন। পুলিশ এ ঘটনায় জড়িত মামলার আসামি মোঃ হাইকে আটক করেছে।
মামলায় আব্দুল খালেক বলেছেন, আসামিরা সন্ত্রাসী প্রকৃতির। তাহারা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে বেড়ায়। মোঃ হাই এলাকার কিশোর বাহিনী নিয়ে মাদক সেবন ও বিক্রি করে। আসামিদের সাথে আব্দুল খালেকের পরিবারের জমিজমা নিয়ে শত্রুতা থাকায় বাদি ও তার পরিবারের লোকজন এবং তার ছেলে মনিরুজ্জামানকে চলাফেরার রাস্তায় দেখা হলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি খুন জখমের হুমকি দেয়। আব্দুল খালেক আসামিদের এহেন কার্যকলাপে বাধা দিলে পরস্পর পরামর্শ করে বাদির পরিবারকে মারপিট করার সুযোগ খুজতে থাকে। গত ২৬ মার্চ সকালে বাদির ছেলে মনিরুজ্জামান রুপদিয়া বাজারস্থ কলাপট্টির সামনে রাস্তার উপর কলা বিক্রি করার সময় সকাল ৮ টায় মোঃ হাই ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, লাঠিসোটা নিয়ে মারপিট করে তার প্যান্টের পকেটে থাকা ব্যবসায়ীর ৬৫ হাজার ৫শ’ ৫০ টাকা ছিনিয়ে নেয়। এতে মনিরুজ্জামান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ মোঃ হাইকে আটক করে।
খুলনা গেজেট/এমএইচবি