যশোরে জেলি পুশ করা দুই মেট্রিক টন চিংড়ি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর স্কুলের সামনে তিন ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ চিংড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ট্রাকের সাত চিংড়ি ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার মাহিতোষ (৪২), যশোর মণিরামপুরের হুসাইন (৩২), সাতক্ষীরার কালিগঞ্জের মুনসুর (৩৫), রানা (৩৭), আমিরুল ইসলাম (৪০), আব্দুর রহমান (৪২) ও বিকাশ (৩৮)। আটক চিংড়ির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। বিক্রির উদ্দেশ্যে চিংড়িগুলো খুলনার ডুমুরিয়া থেকে ঢাকার কারওয়ান বাজারে নিয়ে যাওয়া হচ্ছিলো বলে তারা স্বীকার করেছেন।
যশোর র্যাব-৬ কোম্পানি কমান্ডার লে. ক. এম নাজিউর রহমান জানান, তাদের কাছে গোপন খবর ছিলো খুলনার ডুমুরিয়া থেকে তিন ট্রাক ভর্তি চিংড়ি মাছ যাচ্ছে ঢাকা কাওরান বাজারে। ওই চিংড়ি মাছে অস্বাস্থ্যকর পরিবেশে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা হয়েছে। এরই ভিত্তিতে র্যাবের একাধিক টিম অবস্থান নেয় যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর স্কুলের সামনে। ভোর ৩টার দিকে চিংড়িমাছ ভর্তি তিনটি ট্রাক ওইস্থানে আসলে ঘটনার সত্যতা মেলে।
অভিযানে থাকা জেলা মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রক কর্মকর্তা লিপ্টন সরদার তিনটি ট্রাকে থাকা মোট ৬৩টি ককসিট খুলে চিংড়িগুলোর শরীরে জেলি ঢুকিয়ে ওজন বৃদ্ধির অস্তিত্ব পান। এসময় পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন ২০০৮ এর বিধি ৪(৪) লংঘন ৪(৫) ধারায় চিংড়ি মাছের মালিক মহিতোষকে এক লাখ টাকা, হুসাইনকে ত্রিশ হাজার, বাকি ছয়জনের সবাই বিশ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। পরে চিংড়িগুলো ধ্বংস করা হয়েছে।
খুলনা গেজেট /এমএম