যশোরে ছোট ছেলের নানামুখি অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এক মা। এসব বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও তিনি কোন কূলকিনারা পাননি। এ কারণে বাধ্য হয়ে নেমেছেন রাজপথে, বৃষ্টিতে ভিজে করেছেন মানববন্ধন। শুধুই মা নয়, সাথে ছিলেন তার চার ছেলে, শিশু সন্তানসহ সার্কিট হাউজপাড়ার গোটা পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের সামনে ছোট ছেলে কামরুল ইসলামের বিরুদ্ধে এ মানববন্ধন করেন মৃত আব্দুল বারিক জোয়ার্দারের স্ত্রী মোমেনা জোয়ার্দার। এসময় মোমেনাসহ তার চার ছেলেও বক্তব্য দেন।
বক্তব্যে তারা বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বৃদ্ধ বাবা করোনায় আক্রান্ত হন। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এ সুযোগে মসজিদে জমি দেয়ার নাম করে ৩৭ শতক জমি ছোট ছেলে কামরুল তার নামে লিখে নেন। শুধুই তাই নয়, এরবাইরেও কামরুল বিভিন্ন জায়গার জমি অন্য ভাইদেরকে বঞ্চিত করে জোরপূর্বক দখল করে নেন। বিষয়টি জানাজানি হলে, কামরুল বিভিন্ন দপ্তরে ভাইদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেন ও আদালতে মামলাও করেন। সে সব অভিযোগ মিথ্যা বলে প্রমানিত হয়। তারপরেও বিভিন্ন ধরণের ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে কামরুল। সর্বশেষ গত ২৮ মে রাত সাড়ে ১১ টায় কামরুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাড়িতে হামলা চালায়। এসময় ভাই আমিনুলকে বেধড়ক মারপিট করা হয়। তাকে পাইপ দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে জখম করে। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এসব ঘটনায় মানববন্ধনের আগে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে বড় ভাই রুহুল আমিন, আমিনুল ইসলাম, মোমিনুর রহমান ও মনিরুল ইসলামসহ পরিবারের অন্য সদস্যরা অংশ নেন। এখানে লিখিত বক্তব্যে তারা এসব কথা তুলে ধরেন।
এ বিষয়ে অভিযুক্ত ভাই কামরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা। তার মা ও চার ভাই মিলে তাকে মারপিট করেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।