যশোরে চোরাই সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার(১৬ ফেব্রুয়ারি) শহরের নীলগঞ্জের নিক্তি জুয়েলার্স থেকে এ সোনা উদ্ধার করা হয়। এসময় জুয়েলার্স মালিককে আটক করা হয়েছে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার বলেন, গত ২৫ জানুয়ারি শহরতলীর বালিয়াডাঙ্গায় বসবাসরত আনসার সদস্য ইমদাদুলের বাড়িতে চুরি হয়। চোরচক্র ওই আনসার সদস্যের ঘর থেকে নগদ টাকা, চার ভরির অধিক সোনার গহণা চুরি করে পালিয়ে যায়।
এ অভিযোগ পেয়ে ডিবি পুলিশ প্রযুক্তি ব্যবহার করে আন্ত:জেলা চোর চক্রের সদস্য মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের শহিদুল হকের ছেলে নুর ইসলামকে আটক করে। নুর ইসলাম আনসার সদস্যের বাড়িসহ বিভিন্ন বাড়িতে চুরির কথা স্বীকার করে।
আটক নুর ইসলাম পুলিশকে জানায়, গত দশ বছর ধরে চুরি করা সব স্বর্ণালঙ্কার তিনি নিক্তি জুয়েলার্সের মালিক ধীরেণ অধিকারীর কাছে বিক্রি করেছেন। দোকানে সিসি ক্যামেরা থাকায় মালামাল নিয়ে দোকানের পেছন থেকে এসে তিনি মালামাল নিতেন। এ খবরের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জুয়েলার্স মালিক ধীরেণ অধিকারীকে আটক ও দোকান থেকে সাড়ে চার ভরি চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার করে।
খুলনা গেজেট/ এস আই