খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

যশোরে চোরচক্রের ৪ সদস্য আটক, ১৪টি সাইকেলসহ মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা ও চৌগাছা থেকে সংঘবদ্ধ চোর চক্রের চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় চোরাই ভ্যান, ১৪টি বাইসাইকেল, মোটরসাইকেলসহ চুরির সরাঞ্জম উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) রাতব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ।

আটককৃতরা হল, যশোর শহরের চাঁচড়া দক্ষিণপাড়ার আব্দুল হক কাজীর ছেলে তরিকুল ইসলাম (২৫), ঝিকরগাছা উপজেলার আউলিয়া গ্রামের আবুল বাশারের ছেলে পারভেজ (২২), চৌগাছা উপজেলার পশ্চিম কারিগরপাড়ার হাবিবুর রহমানের ছেলে হাসানুর রহমান (৩০) ও বেড় গোবিন্দপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে হাবিবুর রহমান।

ডিবি পুলিশের ওসি রুপণ কুমার সরকার জানান, ৩১ জানুয়ারি রাতে বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া এলাকার আবুজার মোল্লার বাড়িতে চুরি হয়। চোরেরা স্বর্ণলংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনা তদন্ত করতে নেমে শনিবার ঝিকরগাছা উপজেলার কাগমারি এলাকা থেকে তরিকুল ইসলাম ও পারভেজ নামে দুইজনকে আটক করা হয়। এরপর তাদের দেয়া তথ্য মতে রাতে চৌগাছা উপজেলার কারিগরপাড়া থেকে হাসানুর রহমান ও হাবিবুর রহমান নামে আরও দুইজনকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে একটি ব্যাটারী চালিত ভ্যান, ১৪টি বাইসাইকেল, একটি মোটরসাইকেল, একটি হ্যান্ডমাইক, তিনটি মোবাইল ও তালা ভাঙ্গার সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি বলেন, আসামিদের নামে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!