দাবিকৃত চাঁদা না দেয়ায় যশোরের বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজের প্রভাষক মিলন হোসেনকে হাতুড়িপেটা করেছে মাগুরার সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিত্রা মডেল কলেজের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি এবং কম্পিউটার বিষয়ের (আইসিটি) প্রভাষক ও উপজেলার বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা গ্রামের বাসিন্দা।
এ ঘটনা বাঘারপাড়া থানা পুলিশ সাতজনকে আটক করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন মিলন হোসেন জানান, গত ২ এপ্রিল সন্ধ্যায় মাগুরার শালিখা উপজেলার ভরতপুর গ্রামের প্রভাবশালী রবি শিকদারের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী তার বাড়িতে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। পরে সোমবার দুপুর ১টার দিকে রবি শিকদার কৌশলে কলেজের হিসাববিজ্ঞানের শিক্ষক আতর আলীকে ফোন দিয়ে বলেন, কিছু সন্ত্রাসী মিলনকে মারতে কলেজে যাচ্ছে। ওই শিক্ষক এ খবরটি মিলনকে দিলে তিনি সাথে সাথে অধ্যক্ষকে বিষয়টি জানান। এসময় অধ্যক্ষ কোহিনুর রহমান তারক তাকে কলেজ থেকে বাড়ি চলে যেতে বলেন। পরে নিজের মোটরসাইকেলে করে মিলন হোসেন বাড়ির উদ্দেশ্যে রওনা হলে কলেজের পাশে গাইদঘাট জামে মসজিদের সামনে রবি শিকদারের উপস্থিতিতে ভরতপুর গ্রামের নাজমুল, শাকিল, সবুজ, নুর নবী ও ইসমাইলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে বেধড়ক মারধর ও হাতুড়িপেটা করে।
তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ও কলেজের শিক্ষার্থীরা গিয়ে ওই শিক্ষককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ ব্যাপারে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মকবুল হোসেন জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সাথে জড়িত ৭ জনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এই মুহুর্তে তাদের নাম ঠিকানা প্রকাশ করা যাচ্ছে না বলে তিনি জানান।