খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

যশোরে করোনায় দু’জনের মৃত্যু, শনাক্ত ৩১

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে গত ২৪ ঘন্টায় করোনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গে একজন রয়েছেন। একই সময়ে ২১০ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ।

মৃতরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মরিয়ম বেগম (৭৬) ও মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সফুরা খাতুন (৬৫)।

যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় যশোরে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে একশ’ ৬৪ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন ও র‌্যাপিড এন্টিজেন ৪৬টি পরীক্ষায় ছয়জনের পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৭ জন এবং চৌগাছা, কেশবপুর, মণিরামপুর ও শার্শায় একজন করে রয়েছেন।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২৪ হাজার আটশ’ ৬০ জনের। সুস্থ হয়েছেন ২৩ হাজার দুশ’ ৩২ জন ও মারা গেছেন পাঁচশ’ ৩০ জন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দীপাঞ্জন সাহা জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন দু’জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদের একজন করোনা ওয়ার্ডের রেডজোনে ও অপরজন ইয়োলোজোনে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে হাসপাতালের রেডজোনে ১৬ জন এবং ইয়োলোজোনে উপসর্গ নিয়ে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!