যশোরে ভারতফেরত চারজনসহ শুক্রবার নতুন করে আরো ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে মারা গেছেন একজন নারীসহ দু’জন। এদের মধ্যে সদর উপজেলায় ছয়জন রয়েছে। এছাড়া, অভয়নগরে দু’জন, ঝিকরগাছায় ছয়জন, শার্শায় ছয়জন, বাঘারপাড়ায় তিনজন ও কেশবপুরের একজন রয়েছেন। এ নিয়ে, যশোরে মোট শনাক্তের সংখ্যা সাত হাজার নয়শ’ ৮৪ জন। এছাড়া মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৫ জন।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে দুশ’ ৬৯ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ১৫ জনের নমুনা পরীক্ষায় দু’জনের, মাগুরায় ৪৬ জনের নমুনা পরীক্ষায় ১০ ও নড়াইলে ৪১ নমুনায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে যশোর হাসপাতালের রেডজোনে করোনা আক্রান্ত হয়ে ভর্তি সুফিয়া বেগম (৪৮) শুক্রবার রাত ৩টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি চৌগাছা উপজেলার নারায়নপুর গ্রামে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের ইয়োলোজোনে ভর্তি ৭০ বছরের এক বৃদ্ধ এদিন দুপুরে মারা গেছেন।
যশোর পৌরসভার দেয়া তথ্যানুযায়ী, এ পর্যন্ত পৌর এলাকার নয়টি ওয়ার্ডে আটশ’ ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার আক্রান্ত হয়েছে ২০ জন। এদের মধ্যে, ২ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ৩ নম্বর ওয়ার্ডে দু’জন, ৪ নম্বর ওয়ার্ডে তিনজন, ৫ নম্বর ওয়ার্ডে দু’জন, ৬ নম্বর ওয়ার্ডে দু’জন, ৮ নম্বর ওয়ার্ডে পাঁচজন ও ৯ নম্বর ওয়ার্ডে একজন রয়েছে।
খৃুলনা গেজেট/ টি আই