যশোরে ইজিবাইক উল্টে মোহাম্মদ আরমান হোসেন ইমন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ঘুনী শাখারিপোতা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার (৫ জুলাই) রাত ১০ টার দিকে ইমন বাড়ি থেকে ইজিবাইকযোগে রূপদিয়া বাজারে যাচ্ছিল। পথে নরেন্দ্রপুর ইউনিয়নের মালিয়াডাঙ্গায় পৌঁছলে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৬ জুলাই) সকাল ৯ টায় তিনি মারা যান। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, মৃতদেহ ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম