খুলনা, বাংলাদেশ | ২২ বৈশাখ, ১৪৩১ | ৫ মে, ২০২৪

Breaking News

  কাল থেকে দেশের সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সুন্দরবনের গহিনে জ্বলছে আগুন
  দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬১ জনকে বহিষ্কার করেছে বিএনপি
  মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

যশোরে আরও ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ২৩.৪৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৭ জন ও উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৬৬ জন। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালের করোনা ডেডিকেডেট ওয়ার্ড রেডজোনে মঙ্গলবার ভর্তি রয়েছেন ৯১ জন ও ইয়েলোজোনে ২৬ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৭০৭টি নমুনা পরীক্ষায় ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৪৭ শতাংশ। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ৫৪৭টি নমুনা পরীক্ষায় ১০৬ জন, হাসপাতালের র‌্যাপিড অ্যান্টিজেন ২০৭টি পরীক্ষায় ৫৮ জন, জিন এক্্রপার্ট ৯টি পরীক্ষায় ২ জন শনাক্ত হন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭টি পরীক্ষায় কেউ পজিটিভ হননি।

যশোরে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৯ হাজার ১৪৪ জন, সুস্থ্য হয়েছেন ১৫ হাজার ১০২ জন ও মোট মৃত্যুবরণ করেছেন ৩৬১ জন। শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় সর্বোচ্চ ৯০ জন, কেশবপুরে ৫ জন, ঝিকরগাছায় ১৪ জন, অভয়নগরে ২২ জন, মণিরামপুরে ৫ জন, বাঘারপাড়ায় ৫ শার্শায় ১৬ জন ও চৌগাছায় ৯ জন রয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!