যশোরের রূপদিয়া বাজারের জুতাপট্টিতে আগুন লেগে একটি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে আরও বেশ কয়েকটি দোকান। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিটের দিকে রূপদিয়া বাজারের জুতাপট্টির রাব্বি সুতে আগুন লাগে। এ সময় ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারা জানান, ওই গলিতে একাধিক কাপড়, জুতা, পান তামাক ও চায়ের দোকান রয়েছে। ঈদের বাজার আর হাটবার হওয়ায় ঘটনাস্থলের আশেপাশে অনেক লোকজন ছিলো। আগুন টের পেয়ে যে যেভাবে পেরেছে, আগুন নেভানোর চেষ্টা করে। এতে অসংখ্য ব্যবসায়ী বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
যশোর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক জানান, রাত ১২ টা ১০ মিনিটে আগুন লাগার খবর পান তারা। পরে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
খুলনা গেজেট/এএজে