যশোরে চিহ্নিত চাঁদাবাজদের হামলায় আরবপুরের প্লট ব্যবসায়ী ও মাদ্রাসা শিক্ষক আব্দুল মালেক হত্যায় প্রধান অভিযুক্ত রাব্বিকে বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে আটক করেছে পুলিশ। এদিন তাকে যশোরে এনে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে চালান দেয়া হয়েছে। রাব্বি শহরের আরবপুরের আলমগীর হোসেনের ছেলে।
গত ২৯ ডিসেম্বর রাতে আরবপুর আইডিয়াল মসজিদ এলাকা থেকে আব্দুল মালেককে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর আরবপুর দীঘিরপাড় এলাকা নিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে আমানউল্লাহ মামলাটি করেন। মামলাটির তদন্ত করছেন পুরাতন কসবা ফাঁড়ির এসআই হেলালুজ্জামান। তিনি এক পর্যায়ে তথ্য পান রাব্বি ঢাকায় তার এক ভগ্নিপতি বাড়ি আত্মগোপনে আছে। এসময় ঢাকার একটি আইনপ্রয়োগকারী সংস্থার সহায়তা নেন তদন্ত কর্মকর্তা হেলালুজ্জামান। ২৪ জানুয়ারি ঢাকার একটি চায়ের দোকান থেকে ওই আইনপ্রয়োগকারী সংস্থা রাব্বিকে আটক করে। এরপর যশোর পুলিশে ফোন করলে ২৫ জানুয়ারি ঢাকা থেকে তাকে যশোরের আনেন তদন্ত কর্মকর্তা হেলালুজ্জামান। এদিন বিকেলে তার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে চালান দেয়া হয়েছে।
নিহত মালেকের ছেলে মামলার বাদী আমানউল্লাহ জানিয়েছেন, মামলার ৪ আসামিই তার বাকে হত্যার সাথে জড়িত। দ্রুত সব আসামি আটক দাবি করেছেন তিনি।
খুলনা গেজেট/কেডি