যশোর সদর উপজেলার বসুন্দিয়ামোড় বাজারে মায়ের দোয়া মোবাইল সার্ভিসিং নামে একটি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। শনিবার রাত বারোটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের মালিক মুন্না হোসেন জানান, প্রতিদিনের মত এদিন রাত সাড়ে ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। এরপর রাত দেড়টার দিকে তিনি খবর পান দোকানে আগুন লেগেছে। তাৎক্ষনিক ছুটে গিয়ে দেখেন ভেতরে আগুন জ্বলছে। অনেক কষ্ট করে শার্টার খুলে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে ও সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। এক পর্যায়ে ফায়ার সার্ভিস অভয়নগরের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু তার আগেই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় পুলিশ ক্যাম্পের এএসআই সাইফুল ইসলামসহ ফোর্স এসে জানতে পারেন বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। দোকান মালিক মুন্না বলেন, আগুনে নগদ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, মুন্না শারীরিক প্রতিবন্ধী। মাত্র বছর খানেক আগে বিভিন্ন সমিতি ও এনজিও থেকে ঋণ নিয়ে তিনি এ প্রতিষ্ঠান করেছেন। আগুনে তার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।
খুলনা গেজেট/কেএ