খুলনা, বাংলাদেশ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুবি থেকে গুম হওয়া দুই শিক্ষার্থী অনিক এবং মুজাহিদ জামিনে মুক্তি
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২
  টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

যশোরের পল্লীতে একজনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট পুটআউলিয়া গ্রামে কামরুল ইসলাম (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত নুরুল হক সরদারের ছেলে। এসময় গুরুতর জখম হয়েছেন রুহুল আমিনের ছেলে আতাউর (৪০) ও তার স্ত্রী আনোয়ারা খাতুন (৪৮)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে।

গ্রামবাসী ও থানা সূত্রে জানাযায়, জমিজমা নিয়ে একই গ্রামের মৃত সবেদ আলীর ছেলে সরদার ওসমান (৪৫) ও আলী হোসেনের (৩৭) সাথে দ্বন্দ্ব চলে আসছিল কামরুল ইসলাম পরিবারের। এদিন সন্ধ্যায় ওই ঘটনার জের ধরে গোলযোগ তুঙ্গে ওঠে। এক পর্যায়ে সরদার ওসমান ও আলী হোসেন দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে কামরুল ইসলামকে। পরে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় কামরুল ইসলাম, আতাউর ও আনোয়ারা খাতুনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ঝিরকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যা ও জখম ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!