খুলনা, বাংলাদেশ | ১৫ ফাল্গুন, ১৪৩১ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  গণঅভ্যুত্থানে ১,৪০১ জন আহতকে ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি জানিয়ে গেজেট প্রকাশ
  নতুন রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশ আজ
  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ৭৪৩

যশোরের ড্রাইভার শানু হত্যা মামলার চার্জশিট, অভিযুক্ত ২

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর পেপসি কোম্পানির ড্রাইভার আনসার হোসেন শানু হত্যা মামলায় দু’জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই ইবনে খালিদ হোসেন।

অভিযুক্তরা হলেন, শহরের চাঁচড়া রায়পাড়ার কামরুল ইসলাম বাবু ওরফে কালা বাবুর ছেলে রাকিবুল ইসলাম রকি ও শংকপুর মুরগির ফার্মগেট এলকার রজব আলীর ছেলে সোহেল ওরফে সোহেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ আগস্ট বিকেলে রায়পাড়া কলয়াপট্টিতে রকি ও সোহেলসহ অপরিচিত কয়েকজন পূর্বশত্রুতার জের ধরে শানুকে ছুরিকাঘাতে জখম করে। চিকিৎসাধীন অবস্থায় ২ সেপ্টেম্বর শানু মারা যায়। এ ঘটনায় নিহতের মা চায়না আক্তার মিতা বাদী হয়ে রকি ও সোহেলসহ অপরিচিত ৩/৪ জনকে আসামি করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই দু’জনকে অভিযুক্ত করে শনিবার আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত দু’জনকে আটক দেখানো হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!