শুয়োপোকার আক্রমণে বিপর্যস্ত যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ছোট গোপালপুরের মানুষ। এ পোকার আক্রমণে শিশুসহ বিভিন্ন বয়সীরা চুলকানি, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। পোকার আক্রমণ রোধে স্থানীয়রা কীটনাশক স্প্রে ও আগুন জ্বালিয়ে প্রতিরোধের চেষ্টা করলেও কোনো কাজ হচ্ছে না।
গ্রামে গিয়ে দেখা যায়, স্থানীয়রা নিজ নিজ ঘরে মশারির মধ্যে অবস্থান করছেন। সেখানেও পোকার আক্রমণ। থালা বাসন, কাঁথা, বালিশ, টিউবওয়েল, বাথরুমসহ সবখানেই শুয়োপোকা ঘোরাফেরা করছে। বিপুল পরিমান শুয়োপোকা গ্রামে কোথা থেকে এলো সেটাও কেউ জানাতে পারছেন না। গ্রামবাসী জানায়, হঠাৎ করেই গোপালপুর গ্রামে গত ১০/১৫ দিন ধরে শুয়োপোকার উপদ্রব বেড়েছে।
হাজার হাজার এ পোকা গোটা গ্রামে ঘুরে বেড়াচ্ছে। মানুষের ঘর বাড়িতেও এ পোকা ঢুকে পড়ছে। এর ফলে অনেকে ভয় পাচ্ছেন ও খাবারে পোকার পশম পড়ে ডায়রিয়া ও চুলকানিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এ নিয়ে গ্রামের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করেছে। কিন্তু কোথা থেকে এ পোকার উৎপত্তি সেটি কেউ বলতে পারছেন না।
এ ব্যাপারে নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবীর তুহিন বলেন, তিনি বিষয়টি জানেন না। কৃষি কর্মকর্তাকে সাথে নিয়ে দ্রুত সরেজমিনে গিয়ে করণীয় নির্ধারণ করবেন বলে তিনি জানান।
খুলনা গেজেট/কেএ