যশোরের চৌগাছায় ১১ বছর থেকে ১৭ বছর বয়সী প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফাইজার এবং তদুর্ধ্বদের কোভিশিল্ড বা সিনোফার্মের টিকা দেয়া শুরু করেছে স্বাস্থ্য দপ্তর।
মঙ্গলবার(৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভকক্ষে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়ার মাধ্যমে প্রতিবন্ধীদের টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার।
এদিন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয়ের ১১ শিক্ষার্থীর মধ্যে ৯ শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী টিকা নিয়েছে।
বিদ্যালয়টির শিক্ষার্থী শহরের ইছাপুর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী ফয়সাল হোসেন ও উপজেলা পাড়ার মিল্টন হোসেন এদিন টিকা গ্রহণ করে। প্রথমে মিল্টন কোনভাবেই টিকা নিতে চাচ্ছিল না। পরে ফয়সালের টিকা নেয়া দেখে সেও টিকা নেয়। ফয়সাল ও মিল্টন বলে, টিকা নিতে কোন ব্যাথা লাগেনি। টিকা নিয়ে ভালো লাগছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার বলেন, উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধন করা হলো। আগামীকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ থেকে ১৭ বছর বয়সী সকল প্রতিবন্ধীকে ফাইজারের টিকা এবং তদুর্দ্ধদের কোভিশিল্ড বা সিনোফার্মের টিকা দেয়া হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের তথ্যমতে, উপজেলার ৭টি প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে। বিদ্যালগুলির শিক্ষার্থীসহ ১১ থেকে ১৭ বছর বয়সী ভাতাপ্রাপ্ত মোট ৪১৭ প্রতিবন্ধী রয়েছে। এর বাইরেও আরও অর্ধশতাধিক এই বয়সী প্রতিবন্ধী আছে। এছাড়া ১৭ বছরের উর্ধ্ব বয়সী ভাতাপ্রাপ্ত প্রতিবন্ধী রয়েছে ৩০৮৬ জন। এরবাইরে এই বয়সী আরও ২৫০ প্রতিবন্ধী রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা জানান, জেলার সকল উপজেলার সাথে মঙ্গলবার চৌগাছায়ও প্রতিবন্ধীদের টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার সকল প্রতিবন্ধী যেন আগামী এক সপ্তাহের মধ্যে টিকা নেয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
খুলনা গেজেট/ এস আই