যশোরের শার্শা উপজেলার চিহিৃত মাদক কারবারি ও ১৪টি মাদক মামলার আসামি ফুলসুদ্দিনকে সীমান্তবর্তী গ্রাম থেকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে।
যশোর ডিবি পুলিশ সূত্র জানায়, শার্শাসহ বিভিন্ন থানার ১৪টি মাদক মামলার আসামি ও কুখ্যাত মাদক কারবারি ফুলসুদ্দিনকে (৪৫) উপজেলার সীমান্তবর্তী পাকশিয়া গ্রাম থেকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৬টার দিকে যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এএসআই আমিরুল ইসলাম তাকে ৩৩ বোতল ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হন।
আটক ফুলসুদ্দিন শার্শা উপজেলার পাকশিয়া খালপাড়া গ্রামের সুলতান খাঁর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ উপজেলা জুড়ে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপণ কুমার সরকার জানান, এদিন আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/ এস আই